ফারহান ইশরাক
“মন দিয়ে শোনো”, একযোগে বলছে মুখগুলো
শোনার ধ্বনিতে সোনা-খাড়া ঝুলন্ত গয়নাটি
দুলুনির দুর্দান্ত রাগে রাগ মোচনের কথা ভাবে
অমোযোগী যোগীর ধ্যানভাব মুহূর্তে উধাও
সে ছিল নিজের কোটরে গোঁজা, সোজাসাপ্টা
সাদাটে মানুষ, হুশবর্জিত দীঘল মজ্জুব, পাগল
আগল ভাঙা বৈরাগ্যে গুহাগামী, কার্যত একা
মন দিয়েই তার যতকিছু শোনা, কান তার-
দেহের খোড়লে ভাঁজ করা, আঁচ করা কঠিন
কখন কী শ্রবণে ভাস্বর, নশ্বর এ পৃথিবীতে
কান বলে, “কেটে ফেলো, আমার বা কী কাজ
হৃদয় উঁচিয়ে এত শোনাশুনি, যাবো কোথায়
আমাকে কেটেই ফেলো, রক্ত ছুটুক ফিনকিতে”
-এই শুনে কানখাড়া মেঘ, বলে “আমি বৃষ্টি হবো”
মিষ্টি স্বরে, “ধুয়ে দেবো বিবাদের সমূহ সংলাপ।
লেখক – কবি, প্রচ্ছদ শিল্পী ,উপপরিচালক, বাংলা একাডেমি