ঋতিল মনীষা
আমরা থেমে যাই, এগিয়ে যায় প্রকৃতি
শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাকে কেবল
হেঁটে যেতে দেখি দূর থেকে দূরে বিস্ময়ের উদরে
বিস্মিত আঁধারে ছা-পোষা ভালবাসা আর রাজকীয় ঘৃণা ফেলে বাস্তবকে স্বপ্ন ভেবে।
মাথার কাছে বেডল্যাম্প জ্বেলে জেগে থাকে সুররিয়ালিজম,
তবে কি সব স্বপ্ন ছিল!
নিঃসীম অরণ্যে বিরল বুনো হরিণ দেখা দিয়েই মিশে যায় হিমেল ছদ্মবেশে।
এই ফাল্গুনে দোলা দেয় ফের উড়ন্ত মুকুল
ঘুমন্ত নদী দীর্ঘ অশ্রুর স্বপ্ন ভেঙে জেগে উঠে নবীন
প্রাচীন মেঘেরা চমকে উঠে জয়জয়ন্তী রাগে
গুনগুন একাকী কাঠের কোটরে অঝোর বর্ষার পাখি,
চারিদিকে আগুন উল্লাসে হাড়ের ভেতরে
আনন্দ অথবা বেদনার ভেলায় ফসল অনুরাগী,
হেঁটে হেঁটে তারার মুখপান চেয়ে দেখি ব্ল্যাকহোলের কিনারায় আমরা দু’টো কোয়ান্টাম কণা,
একে অপরের ভাগ্য নিয়ে বাঁচি।