ঘাসফুলBy টাইম বুলেটিন / এপ্রিল ২, ২০২৫ এম এ সবুর প্রাসাদের শহরে, কারো বাসার ছাঁদে, বেলকুনির টবে কিংবা বাগানে; সকাল সন্ধ্যায় আমাকে যত্ন নেয়ার কেউ থাকে না, জন্ম আমার আস্তাকুঁড়ে, এখানে সেখানে বলে- ভালোবাসাটা আমার পাওয়া হয় না, শুধু আমি ঘাসফুল বলে।