ওয়াহিদার হোসেন
লুকিয়ে থাকুক কিছু অপরাধ বোধ
হাসির ভেতরেও থাকে গ্লানিমা
তিল
মৃদুমন্দ হাওয়া
বাহার
ঘাসফুল
ছন্দপতন হলে
টিং করে উঠুক ইমেল
নস্টালজিয়া
আমাদের অভিশপ্ত দিনযাপন
ট্রাজিক
দূরত্ব
ফসলের রোদ থেকে বাদ যাক
উজ্জ্বলতা
ধেনো ফসফরাস
নগ্ন পোলাওয়ের হাত থেকে নুনিয়া চালের
গন্ধ ছড়িয়ে যাক
কবরের ঘাসে
চাপা হয়ে
গুলাবজল
আতরে
আমাদের দেখা নাই হোক
মিলনান্তক নাটকের দিনগুলোতে
পাশাপাশি দুজোড়া নিস্তব্ধ চেয়ার
বসে থাকুক
ঢেউ পর্যন্ত
নৌকো তফাতে থাকুক
আমাদের ভ্রমণ
চাঁদরাতে ফুটুক
হাসির ম্লানিমা নিয়ে
ততদিন
ততোদিন
দীর্ঘ শ্বাস গুলো হাওয়ায় উড়ুক
যেভাবে খোয়াব ওড়ে প্রত্যেক চাঁদরাতে!
#ওয়াহিদার হোসেন।
ভারতবর্ষ।