বৃহস্পতিবার, দুপুর ১২:৩৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৩৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপি আজিজুর রহমানকে গণধোলাইয়ের শিকার হতে হয়েছে

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ বিক্ষুব্ধ ছাত্র-জনতার মারধরের শিকার হন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের বড় পুল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গণধোলাইয়ের ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার ধরে তাকে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করছে এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার খবর পেয়ে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে শুরু করে। এরপর, তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হলে, তাকে ঘিরে ফেলে এবং টানাহেঁচড়া ও মারধর করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্তি পাওয়ার পর ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানায় আছেন এবং নিরাপদে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top