ওয়াহিদার হোসেন
আকাশ জুড়ে মেঘ আছে
পরত আছে
ড্যামেজ কন্ট্রোল আছে
ভুল আছে
ভুলের ভেতর মালা
ও শৌখিন অভ্যাস
দীর্ঘ বিরতির পরে
ফিরে আসা ভোর আছে
মনখারাপের পরে আছে আরো মনখারাপ
সুইসাইড এটেম্পট আছে
আছে চুড়ি ভাঙার শব্দ
পুরুষতন্ত্র আছে
নারীবাদ আছে
স্বাধীনতা আছে
আছে গোলামি ও চুপ করে যাওয়া
নীতি আছে
নৈতিকতার ঢিল আছে মৌচাকে
মুখ বন্ধ আছে
মুখ খোলা আছে পবিত্রতার
জন্ম আছে যেমন
জন্মান্ধও আছে
তোমাকে বলার আছে
আর ভুল হবে না
আছে আবারও ভুলভাল হয়ে যাওয়ার তুমুল সম্ভাবনা
(ওয়াহিদার হোসেন
রাঙ্গালিবাজনা।আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গ।
ভারতবর্ষ।)