বৃহস্পতিবার, দুপুর ১:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুতগামী হাইএক্স মাইক্রোবাস চাপায় বাক প্রতিবন্ধী নারী নিহত

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় শাবানা আক্তার (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু আহত হয়। রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শাবানা আক্তার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নাম্বর ওয়ার্ডের কিয়ামউদ্দিন মোল্লার পাড়ার গহেরের স্ত্রী। আহত শিশু পিংকি একই এলাকার ইদ্রিস পাড়ার বাবলুর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি হাইএক্স মাইক্রোবাস ঢাকা অভিমুখে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার চেষ্টাকালে শাবানাকে ধাক্কা দেয়। সাথে থাকা পিংকিও আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবানাকে মৃত ঘোষণা করেন। আহত পিংকিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ মুঠোফোনে আমার সংবাদকে জানান, ঘটনার পর হাইএক্স গাড়িটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top