বৃহস্পতিবার, দুপুর ২:৫৫, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:৫৫, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় আরাফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে  বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনে স্মারকলিপি

ব্যুরো চিফ। 

পাবনায় আরাফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে  বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনে স্মারকলিপি। 

আরাফাত হোসেন নূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ শেষে, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি দিয়েছে তার পরিবার এবং স্বজনরা।

৬ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশাল বিক্ষোভ মিছিল পাবনা জেলা শহরের অনন্ত মোড় থেকে আরাফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে দিতে পাবনা জেলা প্রশাসনে সমবেত হয়। সেখানে শন্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে হত্যাকারীদের গ্রেফতারের জন্যে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেধে দেন। এই ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে না পারলে, ভুক্তভোগীরা আইন নিজের হাতে তুলে নিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করেন।

আরাফাতের মা ও স্বজনরা বিক্ষোভ সমাবেশে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শহিদ ও তার জামাই ফেন্সি কাদের, ছিনতাইকারী নাঈমসহ সকল হত্যাকারীদের ফাঁসি চাই। 

জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আনোয়ার হোসেন বিক্ষোভকারীদের শান্তু থাকার পরামর্শ দেন এবং হত্যাকারীদের বিরুদ্ধে সর্বচ্চো আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান।

উল্লেখ্য,গত ২ এপ্রিল/২৫  বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা জেলা শহরের অনন্ত বাজার এলাকায় মেথর কলোনিতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ওমরের ছেলে আরাফাত হোসেন নূর (১৯) গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এরপরই স্থানীয়রা ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। পরে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top