মঙ্গলবার, বিকাল ৪:২৫, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, বিকাল ৪:২৫, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ঐতিহ্যবাহী মন্ডল ফিশ ফ্রামে মৎস্য শিকার উৎসব অনুষ্ঠিত

ব্যুরো চিফ

অদ্য ১১/০৪/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার পাবনা “সৌখিন মৎস্য শিকারী” সমিতি আয়োজনেদাপুনিয়া মন্ডল ফিশ ফার্ম এর উদ্যোগে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী মৎস্য উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার মৎস্য শিকারীরা অংশ গ্রহণ করেছেন।

উৎসব মুখর পরিবেশে ছিপ ও আধুনিক  হুয়েল ফেলে, দক্ষ মৎস শিকারীরা নানান রকম বড় মাছ  শিকার করেন। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে আলী আব্বাসের ৫ (পাঁচ) একর জমির উপর এই ঐতিহ্যবাহী পুকুরটি অবস্থিত। 

পুকুরটির বুক জুড়ে রয়েছে পুর্ব,পশ্চিম,উত্তর, দক্ষিণে পাকা সান বাঁধানো সিড়িঁ। যাহা দর্শনার্থীর  চলাফেরার জন্য অনেক আকর্ষণীয়। বন্দি জীবন থেকে বেরিয়ে, এখানে পরিবারের নিয়ে বিনোদন মুলক সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ রয়েছে। মন্ডল ফিশ ফার্মের আকর্ষণে লক্ষ্য করা যায়, সপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা পরিবার নিয়ে ঘুরতে আসে। এই বিনোদন মুলুক মন্ডল ফিশ ফার্মের প্রবেশ করতে কোন টাকা লাগে না। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত খোলা থাকে। কমলমতি শিশুদের জন্য ভিতরে রয়েছে মিষ্টি সামগ্রীর দোকান। প্রবেশ গেট থেকে শুরু করে মন্ডল ফিশ ফার্মটি আইপি ক‍্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতির দিনের আলো বিদায় নিলে, এই বিনোদন পার্ক লাল, নীল,হলুদ বর্ণিল আলোয় নতুন রুপ নিয়ে আগমন ঘটে শুভ সন্ধ্যার। দুর থেকে মনে হয় অন্ধকার রাতে ঝলমলে আলোর শহর।গাড়ি পার্কিংয়ের জন্যেও সুন্দর ব্যবস্থা রয়েছে । মন্ডল ফিশ ফার্মে বিনোদন উপভোগ করার জন্য, মন্ডল ফিশ ফার্মের পক্ষে দর্শনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মেহেদী হাসান জুয়েল রানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top