ব্যুরো চিফ।
অদ্য ১২/০৪/২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১টায় পাবনার ঈশ্বরদী উপজেলায়, রুপপুর জিসান হৃদ স্কুলের সামনে আব্দুল মান্নানের সভাপতিত্বে, চর রুপপুরে অবৈধভাবে জোরপূর্বক বালি-মাটি ও সম্পদ-সম্পত্তি লুট ও উওোলন প্রতিরোধের জন্য এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অবৈধ বালু উত্তোলন ও লুটতরাজের প্রতিবাদে অত্র এলাকার প্রায় আটশত জমির মালিক নারী ও পুরুষ এ মানব বন্ধনে অংশ গ্রহণ করেন।পরে মানব বন্ধন শেষে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকার ও প্রশাসনের নিকট তাদের দাবী সমুহ পেশ করেন।
উক্ত মানববন্ধনের সভাপতি আব্দুল মান্নান,ও শাহানুজ্জামান তাদের বক্তব্যে বলেন, চর রুপপুর মৌজায় আর,এস রেকর্ড অনুযায়ী জনগণের ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধ ভাবে বালি-মাটি উত্তোলন ও লুটতরাজ করে বিক্রি করা বন্ধ করতে হবে। তাদের বক্তব্যে আরো জানান, চর রুপপুর প্রধান সড়কের দুই পাশের সরকারি অনেক সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে, সরকারের দখলে রাখতে হবে।