ব্যুরো চিফ।
অদ্য ০৩/০৪/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে, প্রেসক্লাব পাবনা মিলনায়তনে সাংবাদিক আব্দুল মজিদ দুদুর স্মরণে ১০তম মৃত্যুবার্ষিকী পালনে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইন্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,প্রেসক্লাব পাবনার সাধারণ সমপাদক রফিকুল আলম রঞ্জু। স্মরণ সভায় স্মৃতি চারণে বক্তব্য রাখেন, জীবন কথার সম্পাদক এ,এম আবদুল্লাহ। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ সভাপতি শফিউল আলম দুলাল। প্রচার সমপাদক সেলিম মাহমুদ সহ অনেক গুনিজন।এই সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।