ব্যুরো চিফ।
সোমবার পহেলা বৈশাখ পালন উপলক্ষে প্রেসক্লাব পাবনা’র উদ্যোগে ক্লাব মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। বাংগালী জাতির কাঙ্ক্ষিত পহেলা বৈশাখ নিয়ে আলোচনা সভা, দোয়া, কেক কর্তন, শুভেচ্ছা বিনিময় ও শহরের প্রধান প্রধান সড়কে র্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। কর্মসূচী শেষে মিষ্টিমুখ, ক্লাব সদস্য ও অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়। এরপর আলোচনা সভায় প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব সভায় সভাপতিত্ব করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ। দৈনিক এ যুগের দ্বীপের সম্পাদক ও প্রকাশক ওমর সরকার। দৈনিক উন্নয়নের কথার সম্পাদক ও প্রকাশক আবুল হাসেম।প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি শফিউল আলম দুলাল। তথ্য সম্পাদক সেলিম মাহমুদ।শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. ইদ্রিস আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম। হুজ্জাতুল্লাহ হীরা। অফিস সম্পাদক হুমায়ুন রাশেদ। তথ্য প্রযুক্তির সম্পাদক নুরুন্নবী। কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন। কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইকবাল হোসেন,জাহাঙ্গীর আলম, জামিল হোসেন, সিয়াম হোসেন, মনিরুজ্জামান ও সোহান প্রমুখ।