উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।
ফিলিস্তিনের গাজা ও অন্যান্য স্থানে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদে ১১/০৪/২০২৫ তারিখ শুক্রবার জুমার নামাজ শেষে প্রায় প্রতি টি মসজিদ হতে মুসল্লীরা একযোগে প্রতিবাদ মিছিল বের করে উল্লাপাড়া শহর প্রদক্ষিন করে উন্মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে হাজার হাজার মুসল্লী ও সর্বস্তরের মানুষ যোগদান করেন। সমাবেশে বক্তারা মানুষ হত্যা, নির্যাতন, ও বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশে ইসরায়েলের পন্য পরিহার করার ঘোষণা প্রদান করেন।