উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ
উল্লাপাড়া খেলোয়াড় কল্যান সমিতি ৪—১ গোলে জয়ী। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ০৪/০৩/২০২৫ তারিখে বড়হর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উল্লাপাড়া খেলোয়াড় কল্যান সমিতি বনাম কামারখন্দ ধোপাকান্দি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় উল্লাপাড়া খেলোয়াড় কল্যান সমিতি ধোপাকান্দি ফুটবল একাদশকে ৪/১ গোলে হারিয়ে জয়লাভ করেন। বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার গণমানুষের নেতা দুই বারের সাবেক এমপি,উল্লাপাড়ার উন্নয়নের রুপকার,শিক্ষা অনুরাগী,উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা, উল্লাপাড়া মোমনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, বড়হর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নমিনেশন প্রত্যাশী জনাব এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহার সুযোগ্য সন্তান জনাব মামুন আকবর। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান, উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা জাতীয়তাবাদী তাতীদলের সাবেক সভাপতি জনাব আঃ রাজ্জাক সন্টু, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সাবু, উল্লাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আবু শাহীন রেজা প্রমূখ। খেলা শেষে প্রধান অতিথি গুরুত্বপূর্ন বক্তব্য প্রদানপূর্বক অন্যান্যদের সাথে নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পূরুস্কার বিতরন করেন।