বৃহস্পতিবার, দুপুর ১২:৫৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৫৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছেন বিএনপি নেতা আমিনুল হক

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানীর পল্লবী ও রূপনগরে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই এই শোভাযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাগুলো পৃথকভাবে পল্লবী ও রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ, আর সাধারণ মানুষের মুখে ছিল উচ্ছ্বাস। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর পহেলা বৈশাখ এমন প্রাণবন্তভাবে উপভোগ করলেন, যা অতীতে দেখেননি।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম সাধারণ মানুষ নির্ভয়ে বাংলা নববর্ষ উদযাপন করছে। আজকের বৈশাখী শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে—বাঙালির প্রাণের উৎসব কতটা আবেগঘনভাবে উদযাপন করা যায়।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীরা আজ সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে। এটাই আমাদের রাজনীতির মূল দর্শন—মানুষের পাশে থাকা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলা ভাষাভাষীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, “আমরা একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না কোনো হানাহানি, বিশৃঙ্খলা বা রাজনৈতিক প্রতিহিংসা। দল-মত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, “বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় আমরা এগিয়ে যেতে চাই।”

এই বৈশাখী শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা, লাইলী বেগম, ছাত্রদল নেতা ইকবাল হোসেন সোহেল, রূপনগর থানা বিএনপির জহিরুল হক, ইঞ্জিনিয়ার মজিবুল হক, শাহ আলম মোল্লা, আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, কামাল হোসাইন খান, মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, নূর সালাম, শফিকুর রহমান মামুন, খোকন মাদবর, মো. সেলিম, ফুতুন মিয়া, নজরুল ইসলাম নজু, সাজেদুল আলম টুটুল, মো. নাঈম হোসেনসহ আরও অনেকে।

শুধু পল্লবী ও রূপনগরই নয়, বরং ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৬টি থানায় নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিটি শোভাযাত্রায় সংশ্লিষ্ট থানার নেতারা নেতৃত্ব দেন।

এর আগে সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউটে বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জিনাত ফারহানা, বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মোকছেদুর রহমান আবির।

পরে তিনি মিরপুর সাংবাদিক প্লটে দুর্ঘটনায় আহত প্যারাডাইস স্কুলের ছাত্র রাফিনকে হুইলচেয়ার ও নগদ সহায়তা প্রদান করেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top