শুক্রবার, সকাল ১০:২৩, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, সকাল ১০:২৩, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীন বিরল খনিজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে, বড় চাপের মুখে যুক্তরাষ্ট্র

চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে চুম্বক ও বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এর ফলে নতুন করে বড় চাপে পড়তে যাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যেই চীনের বিভিন্ন বন্দর থেকে এসব পণ্যের চালান আটকে দিয়েছে শি জিনপিং প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার সিংহভাগই আসে চীন থেকে। এই খনিজ ও চুম্বক বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষ করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে বিরল চুম্বকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ৪ এপ্রিল চীন ছয়টি বিরল ভারী ক্ষার মৃত্তিকা এবং চুম্বক জাতীয় পণ্যের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এসব উপাদান মূলত চীনেই পরিশোধিত হয় এবং বৈশ্বিক উৎপাদনের প্রায় ৯০ শতাংশই হয়ে থাকে চীনে।

চীনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই ধরনের খনিজ ও চুম্বক রপ্তানির জন্য বিশেষ লাইসেন্স প্রয়োজন হবে। তবে এখনও সে লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু হয়নি। বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বড় প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top