বৃহস্পতিবার, দুপুর ১২:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মেলায় গণঅভ্যুত্থান ও ইসরায়েলের বর্বরতার ছবি প্রদর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত বৈশাখী মেলায় উঠে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চিত্র এবং ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম নির্যাতন ও গণহত্যার দৃশ্যাবলি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আয়োজিত এ মেলায় খাবারের স্টলের পাশাপাশি বেশ কয়েকটি সচেতনতামূলক স্টলও স্থান পায়। এসব স্টলে প্রদর্শিত হয় ২০২৪ সালের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এবং ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার হৃদয়বিদারক ছবি। ফলে উৎসবের আনন্দের পাশাপাশি শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার, সাম্যবাদ এবং মানবতার বিষয়গুলো নিয়েও ভাবার সুযোগ পেয়েছে।

এ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন,
“পহেলা বৈশাখ আমাদের শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির স্মারক। এই সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য, সম্প্রীতি এবং মানবিকতা শেখায়। আমাদের সংস্কৃতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিস্তিনে, সাম্রাজ্যবাদী শক্তির হাতে যে নির্মম গণহত্যা চলছে, তা মানবতার বিরুদ্ধে এক নিষ্ঠুর অপরাধ। নতুন বাংলাদেশ থেকে আমরা এই ধরনের সকল বর্বরতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছি।”

বিশ্বশান্তির প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “নতুন বছর হোক মানবিকতা, নিরাপত্তা ও ন্যায়বিচারের বার্তাবাহী।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর জনাব নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৈশাখী উৎসব উপলক্ষে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবন-৩-এ গিয়ে শেষ হয়।

বিকেলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কুষ্টিয়া থেকে আগত আমন্ত্রিত বাউল শিল্পীরা। এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় ‘ফিলিস্তিনে গণহত্যা’ বিষয়ক নাটিকা ‘লড়াই’ মঞ্চস্থ করা হয়, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top