মঙ্গলবার, দুপুর ২:৩৩, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, দুপুর ২:৩৩, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রুমা চৌধুরীর কবিতা

স্নিগ্ধ ভোর গড়িয়ে রৌদ্র নামলো চোখের পাতায়।

অব্যক্ত নীরবতা, ফাগুনের রং করে দিলো ফ্যাকাসে।

আমি আগন্তুক নই।

আমাকে চিনতেই পারো।

তোমার বেলকনির বিমুগ্ধ ফুল আমাকে ভোলেনি।

তোমার স্মৃতির মাঝে লুকানো যে ছায়া মানবী সে কোনো আগন্তুক নই।

অবশেষে চৈত্রের খরতাপ, বর্ষার বৃষ্টি, ভোরের তারা, প্রিয় কৃষ্ণচূড়া সবাই আমাকে চিনলো।

শুধু আমি এক অচেনা আগন্তুক হয়ে রইলাম তোমাতে।

ঝরা পাতার মত হারিয়ে গেলাম সময়ের কাল গহব্বরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top