মোঃ রফিকুল ইসলাম
শখের নারী পড়বে শাড়ী
লাল সবুজের মাঠে
প্রেম যমুনায় চড়ুইভাতি
শিমুলতলীর হাটে!
নারী চালায় হাওয়ার গাড়ি
কাজল চোখে চায়
চাঁদনি রাতে পূর্ণিমাতে
সাগর মোহনায়!
রঙ্গরসে সামনে মাসে
পুতুল নাচের মেলা
প্রেমের টানে দেশের গানে
শখের যাত্রাপালা!
জ্বালাময়ী উচ্চারণে
দশাননের দেবী
কঠিন সময় অর্থ সহায়
বঙ্গমাতা’র ছবি!
২৭/০৩/২০২৫