বৃহস্পতিবার, সকাল ১০:২২, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, সকাল ১০:২২, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

ইলিশের প্রজনন ও সামুদ্রিক মাছের সুরক্ষায় বাংলাদেশসহ উপকূলবর্তী অনেক দেশ প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে।

এই ধারাবাহিকতায় আগামী সোমবার, ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ৫৮ দিনের সামগ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত।

এদিকে প্রতিবেশী দেশ ভারতও একই সময়ে—১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত—তাদের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে এই যৌথ উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের প্রজননের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মূলত, গ্রীষ্মকাল ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় অতিরিক্ত মাছ ধরলে প্রজনন ব্যাহত হয়, যার ফলে পরবর্তী মৌসুমে মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণেই ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতি বছর গ্রীষ্মকালে সমুদ্রগামী সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে, প্রজননকালীন এই বিরতি ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রাখে—এতে উৎপাদন প্রায় ২০-২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top