শনিবার, রাত ১:০৬, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, রাত ১:০৬, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করায় থানায় মামলা দায়ের।

ব্যুরো চিফ। 

সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় সলঙ্গা থানার ওসি মোকলেছুর রহমান জানান, রাতেই মেয়ের বাবা এক কিশোরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহারের বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামে নানার বাড়িতে থাকেন এবং স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করেন। গত ১৩ এপ্রিল একই স্কুলের এস,এস,সি পরীক্ষার্থী এক কিশোর মেয়েটিকে ফুসলিয়ে পাঁচলিয়া বাজারের সাথে জহুরুলের মার্কেটে নিয়ে যায়। এরপর ওই মার্কেটের একটি কক্ষে তিনজন মিলে তাকে উপুর্যুপরি ধর্ষণ করে।

ধর্ষণের ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হলে, স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, ধর্ষণের কারণে ওই স্কুল শিক্ষার্থীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে এবং ক্ষতস্থানে দুইটি সেলাই দিতে হয়েছে। 

বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত এবং তাকে হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি মোকলেছুর রহমান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top