ব্যুরো চিফ।
বাঙালির কাঙ্ক্ষিত শখের “পহেলা বৈশাখ” উদযাপন উপলক্ষে উল্লাপাড়া ঐতিহ্যবাহী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের জমজমাট বাংলা বর্ষবরন ১৪৩২ উদযাপন হয়েছে। উপজেলা নববর্ষ উদযাপন কমিটির আহবানে, বিজ্ঞান স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী উপজেলা চত্বরে সমবেত হয়। যথাসময়ে নববর্ষ উদযাপন কমিটির নেতৃত্বে বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা চত্বরে শেষ হয়। এসময় বিজ্ঞান স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিজ্ঞান স্কুলের আঙ্গিনায় পূবনির্ধারিত অন্যান্য কর্মসূচী পালনের জন্য ফিরে আসে। প্রথমেই হাত মুখ প্লেট পরিস্কার করে আলুভর্তা, তিলভর্তা, ইলিশ ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়া শেষ করে। এরপর স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ স্যারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীরা সমবেতকণ্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে বৈশাখের আগমনী গান,ছড়াগান, দেশের গানের সাথে চমৎকার নৃত্য ও কবিতা পরিবেশন করে দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়ায়।